Monday, June 26, 2023

পেখম তোলা ময়ূর

ভেজা শহরটা যেন সরীসৃপের বাসার মত স্যাঁতসেঁতে।

গাড়ির কাঁচে ওয়াইপারের লড়াই-

কাদামাখা বখাটে ছেলের ফুটবলের মত।

তবুও শহরটা চলতে থাকে ভিজে লোকাল ট্রেনের মত;

চলতেই হয়, রেল লাইনের ট্র্যাক আজও সমান্তরাল।


কাক ভেজা মানসী-র ভেজা চুল দেখে থমকে যান-

'পৃথিবীর পথে হাঁটতে' থাকা টাক মাথার লোকটি।

'বনলতা সেন' ভেবে ভুল করেন অনেকদিন পর।

হাজার পথিককে পেছনে রেখে ভেজা পথে 'পা' রাখে মানসী।

হয়ত শহরটা চলতে থাকে একটু উষ্ণতার সন্ধানে,

গরম চা'য়ে হঠাৎ ছ্যাঁকা খেয়ে, পোড়া জিভ নিয়ে।

এ. সি. র বাতাসে আজ অক্সিজেন বড় কম।

জানালায় কাঁচ খুলতেই মাইগ্রেন সেরে যায় সোঁদা গন্ধে।

কাগজের নৌকা ভাসিয়ে, "আই উইল বি লেট" মেসেজ করেন মিসেস বোস।

অলস শহরটা চলতে থাকে খাদ্যের সন্ধানে, দল বাঁধা লাল পিঁপড়ের মত।

কালো জুতোয় কাদা মুছে, চুলটা আবার আঁচড়ে নিয়ে।


অভিমানী প্রেয়সী আকাশের মুখভার কমে না এখনও।

নোবেল জয়ী কবির সাথে চেনা 'পাগলী'র গ্রে ম্যাটারের অদ্ভুত অনুররণ ঘটে যায়।

আজ তাকে নাচতে দেখি রাস্তার সিগনালে, মাথা থেকে ছাতা সরিয়ে।

ঝাপসা শহরটা চলতে থাকে, থমকে যায়, আবার চলতে থাকে।

কেউ কেউ ভেজে না, ভিজতে থাকে কিছু পেখম তোলা ময়ূর।

তুমি না থাকলে

তুমি না থাকলে জানুয়ারী টা নুতন হতো না ,
তুমি না থাকলে ফেব্রুয়ারী তে ভ্যালেনটাইন পেতাম না ..
তুমি না থাকলে মার্চ-এর গায়ে পরে যেত মরচে ..
তুমি না থাকলে এপ্রিল ফুল যেত মুর্ছে....

তুমি না থাকলে মে মাসে আট ঘন্টার বেশি কাজ 


ইচ্ছে করে মে দিবস গুটিয়ে থাকত ল্যাজ 
তুমি না থাকলে গরম জুনে, জল শুকিয়ে ডোবার কোণে,
কাদা মাখা মাছ ...


তুমি না থাকলে জুলাই শুধু আকাশের চোখে বারি,


তুমি না থাকলে আগস্টে স্বাধীন, সবার সাথে আড়ি..
তুমি না থাকলে সেপ্টেম্বর, হৃদয় আমার ফাকা অম্বর , 
আয়না কে চোখ মারি ....


তুমি না থাকলে অক্টোবরে , স্যাঁত স্যাঁতে সব বাজি,


তুমি না থাকলে দীপাবলীতে অন্ধকারে মাছি ,
তুমি না থাকলে নভেম্বর, ধোসাতে নেই সম্বর ,
বেরোনোর সময় হাঁচি....


তুমি না থাকলে ডিসেম্বরে রাত বড়, বড়দিনে,


তুমি না থাকলে বছর হত , হাজার দিন গুনে।
তুমি না থাকলে- প্রতিদিন , হত সূর্য্যহীন।

আঁধার রাত মনে.........

অতিমারীতে হিং টিং ছট পট

হিং টিং ছট পট
মাস্ক পরে ঝটপট
সৈন্য রাজা মন্ত্রী,
গোবেচারা গেও ভূত
কিংবা ষড়যন্ত্রী,
কাঁদে হাসে,
ভালোবাসে,
পাটিগণিত লাভ ক্ষতি,
সর্দি, কাশি সদগতি!
বন্ধ রেল 
 ঝমাঝম,
ওলা র ভাড়া 
হয় না কম।
শুয়ে বসে, কে এফ সি খেয়ে,
পারি না আর,
এস এস আর!
এস এস আর,আর রিয়া।
নেপটিজম,নেহার বিয়া।
ঋষি কাপুর, 
ইরফান খান।
নেপোর দই, আম্ফান।
পাবজি ব্যান!
টিক টক ব্যান, 
ঘ্যানঘ্যান!
ঘ্যানঘ্যানে সাবান জল,
ভিটামিন সি টক ফল।
স্বাদ নেই, বাট ফিট।
সোয়াব টেস্ট,
জিনকভিট।
"টেস্ট" না দিয়ে,
পাশ ফেল,
কার মাথায় 
দেব তেল?
মাথা গরম,
মাথা গরম।
রাজনীতি, নাকি ধরম?
ট্রাম্প কার্ড,
ওভার্ট্রাম্পড।
তাসের ঘর, রানী, রাজা,
হাত ধুয়ে, 
হাতে হাজা।
কি বোর্ড হাতে,
ওয়ার্ক ফ্রম হোম,
কালীপূজা
ফাটেনি বোম।
ফাটেনি বোম, টুনি লাইট
চায়না বর্জন, করব ফাইট।
মাস্ক পরেই ঝটপট।
হিং টিং ছট ফট।।

আমার আছে একটি ছেলে

 

আমার আছে একটি ছেলে,
                       হামাগুড়ি দেয়,
দেয়াল ধরে হাঁটতে থাকে,
                      টলমলে পা'য়।
আমার আছে একটি ছেলে,
               ভিজিয়ে দিল খাট,
ঘন ঘন প্যান্ট বদলাই,
               জাগি সারারাত।
আমার আছে একটি ছেলে,
               হল মুখে ভাত,
সেরেল্যাক রোচে না মুখে,
                আমার পাতে হাত।
আমার আছে একটি ছেলে,
                  ঘোরে ঘরময়।
ফোকলা হেসে লুকিয়ে পরে,
                দেখায় আমায় ভয়।
আমার আছে একটি ছেলে,
                দেখায় পাগলু নাচ,
নিউজপেপার ছিঁড়ে দিল,
                অনেক তার কাজ।
আমার আছে একটি ছেলে,
                      করে মুখভার,
ঠোঁট ফোলায়, চোখ রাঙালে,
                দিতে পারি না মার।
আমার আছে একটি ছেলে,
               ফোটায় আলপিন  
দুস্টু মুখে মিষ্টি হাসি 
                দুষ্টমি রাতদিন।
আমার আছে একটি ছেলে,
                 নইকো রাজা আমি
ধনী আমি রাজার থেকেও,
                যখন দেয় হামি।
আমার আছে একটি ছেলে,
                  অনেক রূপ তার,
তাতেই দেখি চন্দ্র, সূর্য,
                 দেখি দশাবতার ।