Showing posts with label নভোশ্চরের ডায়েরী. Show all posts
Showing posts with label নভোশ্চরের ডায়েরী. Show all posts

Monday, June 26, 2023

নভোশ্চরের ডায়েরী

কিছুদিন হল ,

চাঁদের কাছে এসেছি-

জগৎ সংসারের মায়াজাল ছিঁড়ে।

চাঁদকে ভালোবেসেছি,

কোটি কোটি মুখের ভিড়ে।


কোন এক প্রতিপদের রাতে,

জোৎস্নায় গা ধুই শরতের শীতে।

ভরা কোটাল শরীরে নামে,

চাঁদের প্রতিফলন কপালের বিন্দু ঘামে।

প্রেম আসে গোপনে 

যেন নিশ্চুপ সাপের চলনে।


তাই কিছুদিন হল,


চাঁদের কাছে এসেছি -

সংসারের অভিকর্ষ উপেক্ষা করে,

মাদুর পেতে বসেছি,

চাঁদেই ঘর গড়ে।


হঠাৎ এক 'চাঁদের রাতে ',

নীল 'পৃথিবী ওঠে' মিশ কালো আঁধারের সাথে।

একলা চাঁদোয়া আকাশ,

না দেয় দেখা কোন তারা,

মাথার উপর মহাকাশ,

ভরা সংসারী, পৃথিবীর উঁকি ছাড়া।

সহস্র জোৎস্না পাংশুটে যেন,

পৃথিবী তোমার সুনীল গোধূলির ছটায়,

হাজার নীল লুদ্ধক যেন,

শরীরে নীল রক্ত ঘোড়ার বেগে ছোটায়।


কিছুদিন হল-

পৃথিবী, তোমার রোদ্দুরে ভিজেছি,

গুমোট তবু মনে,

পৃথিবী তোমাকে খুঁজেছি,

স্মৃতির প্রতি কোনে।


যে গুপ্তধনের খোঁজে,

ভিটে মাটি ছেড়ে ,মহাকাশ দিলেম পাড়ি,

সে তো আমার উঠনেই ছিল,

এক আকাশ তারা ভরা, সংসারী।


মিঠে কথা বল্লেও, 

কথা বোঝে না কো টিয়া,

মিছে চাঁদ প্রেমে ডুবসাঁতার-

আসলে তো ছিল পরকীয়া ।