Thursday, July 20, 2023

শুদ্ধি

 কড়ে আঙ্গুল থেকে কনুই-র কোনা, 

ফেনায় ফুটেছে রামধনু।

মনে মনে অম্লমিতি ক্ষারমিতি-র অঙ্ক কষি,

জানি, ভাইরাসের সাথে সাবানের রসায়ন,

জমেনা ঠিকঠাক।


সবান্ টা যেন সেই উল্কাপিন্ড, 

মনে হল, পৃথিবী যেন আমারই মত এক মানবী,

যে শুদ্ধিকরণ আগেও করেছে,

ক্ষুদ্র বৃহৎ সরীসৃপ কে ফসিল বানিয়ে।


মহা বিলুপ্তি ঘটেছে বারবার,


তবুও খাবার মুখে নিয়ে ,

বাসায় ফেরে লাল পিঁপড়ে।

মাকড়সা বানায় জাল।

আর, আমার দেহের অনুজীবিরা,

হয়ত তাদের মতন-ই করে লিখেছে ,

গলকালের মহাপ্রলয়ের ইতিহাস।


অশৌচের আস্তরণটা যেন পুরু হতে থাকে।

সাবান টার দিকে তাকাই আর একবার,

মনে মনে ভাবি এ শুদ্ধিকরণ কার?

Tuesday, July 11, 2023

রাতের খোঁজে

সেই কৃষ্ণপক্ষে বেরিয়ে ছিলেম রাতে,
এক হাতে তামাকের ধোঁয়া, 
স্টিয়ারিং এক হাতে।

সেই স্যাঁতসেঁতে রাস্তায় বেরিয়ে ছিলাম রাতে,
কিছু মনখারাপি গান গেয়ে,
হঠাৎ বৃষ্টির সাথে।

সেই সেদিনের মত বেরিয়ে ছিলাম রাতে,
যেদিন তোমার হাত ধরেছিলাম,
আমার ঘাম ভেজা হাতে।

সেই রাতের খোঁজে বেরিয়ে ছিলাম রাতে,
সোনালী রঙের নতুন আলোয়,
কবিতা এল সাথে।

(১১ জুলাই ২০১৭)