Thursday, August 03, 2023

রাখী

আমার এক্স, Y, Z কিছুই নেই, শুধু একজন √-1 আছেন।পরবর্তী পোস্টারটি ওয়ার্ক অফ ফিকশন যেটা আজ থেকে পাঁচ বছর আগে লিখেছিলাম।
So,
This is a work of fiction. Names, characters, businesses, places, events, locales, and incidents are either the products of the author’s imagination or used in a fictitious manner. Any resemblance to actual persons, living or dead, or actual events is purely coincidental.



Thursday, July 20, 2023

শুদ্ধি

 কড়ে আঙ্গুল থেকে কনুই-র কোনা, 

ফেনায় ফুটেছে রামধনু।

মনে মনে অম্লমিতি ক্ষারমিতি-র অঙ্ক কষি,

জানি, ভাইরাসের সাথে সাবানের রসায়ন,

জমেনা ঠিকঠাক।


সবান্ টা যেন সেই উল্কাপিন্ড, 

মনে হল, পৃথিবী যেন আমারই মত এক মানবী,

যে শুদ্ধিকরণ আগেও করেছে,

ক্ষুদ্র বৃহৎ সরীসৃপ কে ফসিল বানিয়ে।


মহা বিলুপ্তি ঘটেছে বারবার,


তবুও খাবার মুখে নিয়ে ,

বাসায় ফেরে লাল পিঁপড়ে।

মাকড়সা বানায় জাল।

আর, আমার দেহের অনুজীবিরা,

হয়ত তাদের মতন-ই করে লিখেছে ,

গলকালের মহাপ্রলয়ের ইতিহাস।


অশৌচের আস্তরণটা যেন পুরু হতে থাকে।

সাবান টার দিকে তাকাই আর একবার,

মনে মনে ভাবি এ শুদ্ধিকরণ কার?

Tuesday, July 11, 2023

রাতের খোঁজে

সেই কৃষ্ণপক্ষে বেরিয়ে ছিলেম রাতে,
এক হাতে তামাকের ধোঁয়া, 
স্টিয়ারিং এক হাতে।

সেই স্যাঁতসেঁতে রাস্তায় বেরিয়ে ছিলাম রাতে,
কিছু মনখারাপি গান গেয়ে,
হঠাৎ বৃষ্টির সাথে।

সেই সেদিনের মত বেরিয়ে ছিলাম রাতে,
যেদিন তোমার হাত ধরেছিলাম,
আমার ঘাম ভেজা হাতে।

সেই রাতের খোঁজে বেরিয়ে ছিলাম রাতে,
সোনালী রঙের নতুন আলোয়,
কবিতা এল সাথে।

(১১ জুলাই ২০১৭)

Monday, June 26, 2023

নভোশ্চরের ডায়েরী

কিছুদিন হল ,

চাঁদের কাছে এসেছি-

জগৎ সংসারের মায়াজাল ছিঁড়ে।

চাঁদকে ভালোবেসেছি,

কোটি কোটি মুখের ভিড়ে।


কোন এক প্রতিপদের রাতে,

জোৎস্নায় গা ধুই শরতের শীতে।

ভরা কোটাল শরীরে নামে,

চাঁদের প্রতিফলন কপালের বিন্দু ঘামে।

প্রেম আসে গোপনে 

যেন নিশ্চুপ সাপের চলনে।


তাই কিছুদিন হল,


চাঁদের কাছে এসেছি -

সংসারের অভিকর্ষ উপেক্ষা করে,

মাদুর পেতে বসেছি,

চাঁদেই ঘর গড়ে।


হঠাৎ এক 'চাঁদের রাতে ',

নীল 'পৃথিবী ওঠে' মিশ কালো আঁধারের সাথে।

একলা চাঁদোয়া আকাশ,

না দেয় দেখা কোন তারা,

মাথার উপর মহাকাশ,

ভরা সংসারী, পৃথিবীর উঁকি ছাড়া।

সহস্র জোৎস্না পাংশুটে যেন,

পৃথিবী তোমার সুনীল গোধূলির ছটায়,

হাজার নীল লুদ্ধক যেন,

শরীরে নীল রক্ত ঘোড়ার বেগে ছোটায়।


কিছুদিন হল-

পৃথিবী, তোমার রোদ্দুরে ভিজেছি,

গুমোট তবু মনে,

পৃথিবী তোমাকে খুঁজেছি,

স্মৃতির প্রতি কোনে।


যে গুপ্তধনের খোঁজে,

ভিটে মাটি ছেড়ে ,মহাকাশ দিলেম পাড়ি,

সে তো আমার উঠনেই ছিল,

এক আকাশ তারা ভরা, সংসারী।


মিঠে কথা বল্লেও, 

কথা বোঝে না কো টিয়া,

মিছে চাঁদ প্রেমে ডুবসাঁতার-

আসলে তো ছিল পরকীয়া ।

আনমনা ইলশেগুঁড়ি

 আনমনা, ইলিশেগুঁড়ি,

মেঘের ফন্দি, সূর্য্য চুরি,

স্নানের জল, আন্টার্কটিকা।

ভিজেই গেলাম, ব্যাঙের ছাতা !

পিছলে গেলাম, ওড়না সাদা,

প্রেমিক কোথায়,প্রেমিক কাদা।


একঘেয়ে, ইলশেগুড়ি,

ওই গলি, তোমার বাড়ি।

শহর যেন হিল-স্টেশন,

কেনা হয়নি শীতের লোশন।

ঠোঁট ফাটে, মুখ ফোটে না।

প্রেমের সময়, প্রেম জোটে না।


আনমনা, ইলশেগুড়ি,

মেঘের ফন্দি সূর্য্য চুরি।

গরম চা, হঠাৎ ছ্যাঁকা।

আগুন কোথায়, ভীষণ একা।

আগুন জ্বাল, সূর্য্য চুরি,

আনমনা ইলশেগুঁড়ি।

শহর চুরি

তারা এখন "তারা'-র" মত,তারা অনেক দূরে,

কুয়াশা স্মৃতির লুকোচুরি, মুখ মিছিলের ভিড়ে।

লুকোচুরি খেলা শেষে, হারিয়ে গেছে চোর।

বন্ধু তোরা করলি চুরি, আমার শহর। 

পেখম তোলা ময়ূর

ভেজা শহরটা যেন সরীসৃপের বাসার মত স্যাঁতসেঁতে।

গাড়ির কাঁচে ওয়াইপারের লড়াই-

কাদামাখা বখাটে ছেলের ফুটবলের মত।

তবুও শহরটা চলতে থাকে ভিজে লোকাল ট্রেনের মত;

চলতেই হয়, রেল লাইনের ট্র্যাক আজও সমান্তরাল।


কাক ভেজা মানসী-র ভেজা চুল দেখে থমকে যান-

'পৃথিবীর পথে হাঁটতে' থাকা টাক মাথার লোকটি।

'বনলতা সেন' ভেবে ভুল করেন অনেকদিন পর।

হাজার পথিককে পেছনে রেখে ভেজা পথে 'পা' রাখে মানসী।

হয়ত শহরটা চলতে থাকে একটু উষ্ণতার সন্ধানে,

গরম চা'য়ে হঠাৎ ছ্যাঁকা খেয়ে, পোড়া জিভ নিয়ে।

এ. সি. র বাতাসে আজ অক্সিজেন বড় কম।

জানালায় কাঁচ খুলতেই মাইগ্রেন সেরে যায় সোঁদা গন্ধে।

কাগজের নৌকা ভাসিয়ে, "আই উইল বি লেট" মেসেজ করেন মিসেস বোস।

অলস শহরটা চলতে থাকে খাদ্যের সন্ধানে, দল বাঁধা লাল পিঁপড়ের মত।

কালো জুতোয় কাদা মুছে, চুলটা আবার আঁচড়ে নিয়ে।


অভিমানী প্রেয়সী আকাশের মুখভার কমে না এখনও।

নোবেল জয়ী কবির সাথে চেনা 'পাগলী'র গ্রে ম্যাটারের অদ্ভুত অনুররণ ঘটে যায়।

আজ তাকে নাচতে দেখি রাস্তার সিগনালে, মাথা থেকে ছাতা সরিয়ে।

ঝাপসা শহরটা চলতে থাকে, থমকে যায়, আবার চলতে থাকে।

কেউ কেউ ভেজে না, ভিজতে থাকে কিছু পেখম তোলা ময়ূর।

তুমি না থাকলে

তুমি না থাকলে জানুয়ারী টা নুতন হতো না ,
তুমি না থাকলে ফেব্রুয়ারী তে ভ্যালেনটাইন পেতাম না ..
তুমি না থাকলে মার্চ-এর গায়ে পরে যেত মরচে ..
তুমি না থাকলে এপ্রিল ফুল যেত মুর্ছে....

তুমি না থাকলে মে মাসে আট ঘন্টার বেশি কাজ 


ইচ্ছে করে মে দিবস গুটিয়ে থাকত ল্যাজ 
তুমি না থাকলে গরম জুনে, জল শুকিয়ে ডোবার কোণে,
কাদা মাখা মাছ ...


তুমি না থাকলে জুলাই শুধু আকাশের চোখে বারি,


তুমি না থাকলে আগস্টে স্বাধীন, সবার সাথে আড়ি..
তুমি না থাকলে সেপ্টেম্বর, হৃদয় আমার ফাকা অম্বর , 
আয়না কে চোখ মারি ....


তুমি না থাকলে অক্টোবরে , স্যাঁত স্যাঁতে সব বাজি,


তুমি না থাকলে দীপাবলীতে অন্ধকারে মাছি ,
তুমি না থাকলে নভেম্বর, ধোসাতে নেই সম্বর ,
বেরোনোর সময় হাঁচি....


তুমি না থাকলে ডিসেম্বরে রাত বড়, বড়দিনে,


তুমি না থাকলে বছর হত , হাজার দিন গুনে।
তুমি না থাকলে- প্রতিদিন , হত সূর্য্যহীন।

আঁধার রাত মনে.........

অতিমারীতে হিং টিং ছট পট

হিং টিং ছট পট
মাস্ক পরে ঝটপট
সৈন্য রাজা মন্ত্রী,
গোবেচারা গেও ভূত
কিংবা ষড়যন্ত্রী,
কাঁদে হাসে,
ভালোবাসে,
পাটিগণিত লাভ ক্ষতি,
সর্দি, কাশি সদগতি!
বন্ধ রেল 
 ঝমাঝম,
ওলা র ভাড়া 
হয় না কম।
শুয়ে বসে, কে এফ সি খেয়ে,
পারি না আর,
এস এস আর!
এস এস আর,আর রিয়া।
নেপটিজম,নেহার বিয়া।
ঋষি কাপুর, 
ইরফান খান।
নেপোর দই, আম্ফান।
পাবজি ব্যান!
টিক টক ব্যান, 
ঘ্যানঘ্যান!
ঘ্যানঘ্যানে সাবান জল,
ভিটামিন সি টক ফল।
স্বাদ নেই, বাট ফিট।
সোয়াব টেস্ট,
জিনকভিট।
"টেস্ট" না দিয়ে,
পাশ ফেল,
কার মাথায় 
দেব তেল?
মাথা গরম,
মাথা গরম।
রাজনীতি, নাকি ধরম?
ট্রাম্প কার্ড,
ওভার্ট্রাম্পড।
তাসের ঘর, রানী, রাজা,
হাত ধুয়ে, 
হাতে হাজা।
কি বোর্ড হাতে,
ওয়ার্ক ফ্রম হোম,
কালীপূজা
ফাটেনি বোম।
ফাটেনি বোম, টুনি লাইট
চায়না বর্জন, করব ফাইট।
মাস্ক পরেই ঝটপট।
হিং টিং ছট ফট।।

আমার আছে একটি ছেলে

 

আমার আছে একটি ছেলে,
                       হামাগুড়ি দেয়,
দেয়াল ধরে হাঁটতে থাকে,
                      টলমলে পা'য়।
আমার আছে একটি ছেলে,
               ভিজিয়ে দিল খাট,
ঘন ঘন প্যান্ট বদলাই,
               জাগি সারারাত।
আমার আছে একটি ছেলে,
               হল মুখে ভাত,
সেরেল্যাক রোচে না মুখে,
                আমার পাতে হাত।
আমার আছে একটি ছেলে,
                  ঘোরে ঘরময়।
ফোকলা হেসে লুকিয়ে পরে,
                দেখায় আমায় ভয়।
আমার আছে একটি ছেলে,
                দেখায় পাগলু নাচ,
নিউজপেপার ছিঁড়ে দিল,
                অনেক তার কাজ।
আমার আছে একটি ছেলে,
                      করে মুখভার,
ঠোঁট ফোলায়, চোখ রাঙালে,
                দিতে পারি না মার।
আমার আছে একটি ছেলে,
               ফোটায় আলপিন  
দুস্টু মুখে মিষ্টি হাসি 
                দুষ্টমি রাতদিন।
আমার আছে একটি ছেলে,
                 নইকো রাজা আমি
ধনী আমি রাজার থেকেও,
                যখন দেয় হামি।
আমার আছে একটি ছেলে,
                  অনেক রূপ তার,
তাতেই দেখি চন্দ্র, সূর্য,
                 দেখি দশাবতার ।